Site icon Jamuna Television

গোলাম সারওয়ারের মরদেহ আসছে আজ, বৃহস্পতিবার দাফন

বরেণ্য সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ আজ রাত ১০টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় আনা হবে।

বৃহস্পতিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গোলাম সারওয়ার।

গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। এর আগে গত ২৯ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বিশিষ্ট এই সাংবাদিক সম্পাদক পরিষদের সভাপতি ছাড়াও বেশ কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version