Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফেরি উল্টে নিহত ১১

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা। খবর রয়টার্সের।

কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) দুর্ঘটনার শিকার হওয়া ওই ফেরিতে ৭৪ জনের মত যাত্রী ছিল। সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান কর্মকর্তারা।

এএআর/

Exit mobile version