Site icon Jamuna Television

সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর জেলের মরদেহ উদ্ধার

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪ দিন পর বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মো. শওকত সরকারের (৩০) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ডুবে যাওয়া জায়গায় তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার পরে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়িকে খবর দেয়।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে আমাদের জানায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ইউএইচ/

Exit mobile version