Site icon Jamuna Television

পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফিরলেন লিটন

ছবি: সংগৃহীত

জরুরি পারিবারিক কারণে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশের ওপেনার লিটন দাস দেশে ফিরেছেন। আইপিএলে কেকেআরের অবশিষ্ট ম্যাচগুলোয় তার আর অংশ নেয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কারণ, বিসিবি থেকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি ৪ মে পর্যন্ত। লিটনের দেশে ফেরার খবর জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্পোর্টস্কিডার খবর।

একটি বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানিয়েছেন, শুক্রবার (২৮ এপ্রিল) পারিবারিক স্বাস্থ্যগত কারণে জরুরি ভিত্তিতে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় যাতে পেরিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে লিটন ও তার পরিবারের জন্য রইলো আমাদের শুভকামনা।

২৮ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে ৫০ লাখ রূপিতে দলে ভিড়িয়েছিল কেকেআর। কেবলমাত্র একটি ম্যাচেই তিনি নামতে পেরেছিলেন নাইট রাইডার্সের হয়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন লিটন।

আয়ারল্যান্ড সিরিজের কারণে কেকেআরের প্রথম দিকের কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। আসন্ন আরও একটি আয়ারল্যান্ড সিরিজে তার জাতীয় দলের হয়ে খেলার কথা রয়েছে।

/এম ই

Exit mobile version