Site icon Jamuna Television

জিয়া খানের মৃত্যু, বেকসুর খালাস পেল প্রেমিক

২০১৩ সালে মারা গেছেন বলিউড অভিনেত্রী জিয়া খান। প্রায় এক দশক পেড়িয়ে গেলেও তার আত্মহত্যা মামলা চলছিল, আদালতে। এ মামলায় মূল অভিযুক্ত ছিলেন বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চলির ছেলে সুরাজ পাঞ্চলি।

শুক্রবার (২৮ এপ্রিল) সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থার (সিবিআই) বিশেষ আদালতের রায়ে সুরাজ পাঞ্চোলিকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খবর এনডিটিভি’র।

জিয়া খান আত্মহত্যার মামলার রায় ঘোষণার দিন বেলা ১১টার দিকে মা জারিনা ওয়াহাবকে সঙ্গে করে মুম্বাইয়ের সিবিআই বিশেষ আদালতে পৌঁছান সুরাজ। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার পর সুরাজকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন বিচারক এ এস সায়েদ। আদালতের রায়ে বলা হয়, প্রমাণের অভাবে সুরাজ পাঞ্চলিকে খালাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুন জুহুতে নিজের বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন জিয়া খান। ২৫ বছর বয়সী বলিউড অভিনেত্রীর মৃত্যুর পর তার প্রেমিক সুরাজ পাঞ্চালির দিকে জিয়াকে আত্মহত্যার জন্য প্ররোচিত করার অভিযোগ উঠেছিল। জিয়ার মা রাবিয়া খান দাবি করেন, সুরাজ তার মেয়ের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন।

এটিএম/

Exit mobile version