Site icon Jamuna Television

জাপানি নাগরিকদের ছিনতাই হওয়া পাসপোর্ট-মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ছিনতাইয়ের কবলে পড়া দুই জাপানি নাগরিকের পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ও চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ডিএমপির তেজগাও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক ব্রিফিংয়ে এসব তথ্য দেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন দুই জাপানি নাগরিক। ছিনতাইকারীরা জাপানি পর্যটকদের পাসপোর্ট, দেড় লাখ জাপানি ইয়েন, বাংলাদেশি ২৮ হাজার টাকা, ২টি আইফোন, ২টি ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়। মোহাম্মদপুর থানার একটি টিম ঘটনাস্থল ও আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত চক্রটিকে শনাক্তের পর ৩ জনকে আটক করে।

আরও পড়ুন: শেখ জামাল হত্যার ‘মাস্টারমাইন্ড’ জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

/এম ই

Exit mobile version