Site icon Jamuna Television

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে যা যা করেন দীপিকা

শাহরুখ খানের হাত ধরে ১ যুগ আগে বলিউডে অভিষেক হয়েছিল দীপিকা পাড়ূকোনের। এরপর একের পর এক সফল সিনেমার মাধ্যমে বলিউডে ধরে রেখেছেন অবস্থান। তবে এতো লম্বা সময়ে কীভাবে ধরে রেখেছেন চুলের সৌন্দর্য, এবার তা জানা গেল। খবর চ্যানেল ৪৬’র।

নিয়মিত চুলে তেল দেন দীপিকা। সে জন্য ব্যবহার করেন নারকেল তেল, বাদামের তেল বা ক্যাস্টর অয়েল। ফলে তার চুল হয় স্বাস্থ্যকর ও মজবুত। চুলে দেন বাসায় বানানো মাস্ক। সেটা বানাতে ব্যবহার করেন দই, মধু ও মেথির গুঁড়ো। এই মাস্ক তার চুলকে আর্দ্র, নরম ও রেশমি রাখতে সাহায্য করে।

চুল সাজাতে তাপ দেয়ার উপকরণ পারতপক্ষে ব্যবহার করেন না দীপিকা। তাতে চুলের ক্ষতি হয়। সাধারণত চেষ্টা করেন বাতাসেই চুল শুকিয়ে নিতে।

ঝোড়ো বাতাস বা প্রচণ্ড রোদ চুলের ক্ষতি করতে পারে। কারণ, বাতাসে থাকতে পারে নানা দূষিত উপাদান, রোদে অতিবেগুনি রশ্মি। তাই তেমন সময়ে মাথায় পরেন স্কার্ফ বা টুপি। মাথা ম্যাসাজ করার জন্য দীপিকার পছন্দ কুসুম গরম তেল। তাতে মাথায় রক্ত চলাচল বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাড়ে চুল।

এটিএম/

Exit mobile version