Site icon Jamuna Television

রাজবাড়ীতে হত্যা মামলায় পুত্রের ফাঁসি, পিতার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চাঞ্চল্যকর ঠান্ডু হত্যা মামলায় পিতাকে যাবজ্জীবন ও পুত্রকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আমিনুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন,জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া ডাঙ্গীপাড়া গ্রামের মিরাজ উদ্দিন সরদার (৭০) ও তার ছেলে রবিউল সরদার (২৯)।

পিপি এ্যাডভোকেট উজির আলী জানান, ২০১৩ সালে ছাগলে গাছ খাওয়া কে কেন্দ্র করে  ঠান্ডু কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঠান্ডুর বড় ভাই মোঃ লিটন বাদী হয়ে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে ৬জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। এদের মধ্যে দোষী প্রমাণিত হওয়ায় পিতা মিরাজ উদ্দিন সরদার (৭০) কে যাবজ্জীবন ও ছেলে রবিউল সরদার (২৯) কে ফাঁসির আদেশ ও বাকী চার জন খোরশেদ সরদার, বেনুয়া বেগম, পলি ও দেলোয়ারা হোসেন কে খালাস দেন আদালত।

Exit mobile version