Site icon Jamuna Television

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা, নিহত অন্তত ২৫

ছবি : সংগৃহীত

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাদের ছোঁড়া মিসাইলে প্রাণ গেছে কমপক্ষে ২৫ জনের। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকালে চালানো হয় হামলা। এতে সবচেয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উমান শহর। সেখানে চার শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। শহরটিতে ১০টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে বলে দাবি প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির।

এছাড়া নিপ্রো শহরে মৃত্যু হয় এক মা ও তার তিন বছরের শিশুর। রাজধানী কিয়েভে হামলা হলেও বেসামরিক হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে রুশ বাহিনীর ছোঁড়া ২১টি মিসাইল ও দু’টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। বেসামরিকদের ওপর হামলার কথা স্বীকার করেনি ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয় অভিযান।

এএআর/

Exit mobile version