Site icon Jamuna Television

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি কিশোর

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে আবারও প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি কিশোর। শুক্রবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত কিশোরের বয়স মাত্র ১৬ বছর। শুক্রবার বেথেলহাম শহরে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষ হলে দখলদাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই কিশোর।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৪ বছরের আরেক কিশোরসহ দু’জন। অবশ্য ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের টার্গেট করে বিস্ফোরক ছোড়ে ওই কিশোররা।

সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর আশঙ্কাজনক হারে বেড়েছে দখলদারদের দমন-পীড়ন। গত চার মাসে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ ফিলিস্তিনি।

এসজেড/

Exit mobile version