Site icon Jamuna Television

স্বামী বিউটি পার্লারে যেতে বাধা দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

বিউটি পার্লারে যেতে স্বামী বাধা দেয়ায় এক স্ত্রী আত্মহত্যা করেছেন। ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন ৩৪ বছর বয়সী ওই নারী।

পুলিশের উপ-পরিদর্শক উমাশঙ্কর যাদব পিটিআইকে জানান, স্বামী বিউটি পার্লারে যেতে বাধা দেয়ার কারণে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন এক নারী। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলাটি সব দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে।

এএআর/

Exit mobile version