Site icon Jamuna Television

রংপুরে এসআইবিএল ব্যাংকের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

এসআইবিএল ব্যাংকের করা মামলায় গ্রেফতার করা হয়েছে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপ্টনকে। এই মামলায় অর্থ ঋণ আদালত তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

এনিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, শুক্রবার (১৮ এপ্রিল) রাত দশটায় রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি অর্থ ঋণ আদালতের সিআর মামলা নং ৫০৭/১৮ এ এক বছরের দণ্ডাদেশপ্রাপ্ত আসামি। এছাড়াও আদালত কর্তৃক তাকে ২৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলাটি করেছিলেন বলে জানান ওসি। বলেন, সাবেক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

এসজেড/

Exit mobile version