Site icon Jamuna Television

ইসিবির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অ্যান্ড্রু স্ট্রাউস

ছবি: সংগৃহীত

ক্রমাগত নিজের দায়িত্ব বাড়তে থাকায় ইসিবির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। ২০২০ সালের সেপ্টেম্বরে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে ইসিবিতে যোগ দেন সাবেক এই ইংল্যান্ড ওপেনার। ইএসপিএন ক্রিকইনফোর খবর।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ভিন্ন ভিন্ন পদে প্রায় ছয় বছর কাজ করছেন দেশটির সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। সে সব পদ থেকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

ছবি: সংগৃহীত

এর আগে, ২০১৫ সালের বিশ্বকাপের পর বোর্ডের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন স্ট্রাউস। ক্যান্সার আক্রান্ত স্ত্রী রুথ স্ট্রাউসের পাশে থাকার জন্য ২০১৮ সালের অক্টোবরে তিনি ওই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পুনরায় ২০২০ সালে বোর্ডে ফেরার পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

/এম ই

Exit mobile version