১৩ বছর বয়সী এক কিশোরের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলো স্কুল বাসের ৬৬ শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের মিশিগানে ওই স্কুল বাসটির চালক হুট করেই অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে বাসটি চলন্ত অবস্থাতেই অচেতন হয়ে পড়েন তিনি। খবর বিবিসির।
এ সময় বিপদ বুঝতে পারে দ্রুত ছুটে এসে চালকের আসনে বসে ডিলন রিভস নামের শিক্ষার্থী। নিয়ন্ত্রণ নেয় স্টিয়ারিংয়ের। ব্রেক চেপে ধরে বাসটির। গতি কমার ফলে নিয়ন্ত্রণে আসে বাসটি। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। পুরো ঘটনাটি ধরা পড়ে বাসের ভেতরে থাকা সিসি ক্যামেরায়।
ভিডিওটি ভাইরাল হবার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন স্কুল শিক্ষার্থী ডিলন রিভস। তাকে সংবর্ধনা দেয়ারও ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
/এমএন

