সরকারবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে গণফোরাম ও পিপিলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মূলত নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে বিএনপি। সেই ধারাবাহিকতায় শনিবার দুপুরে গণফরোম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক হয়।
সভা শেষে নেতারা জানান, দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা। অঙ্গীকার করেন, যতদিন পর্যন্ত নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হবে, ততদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
/এমএন

