ঘুর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ভোলার নিখোঁজ ১৫ জেলেকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এসব জেলে ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৯ এপ্রিল) সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, গেলো ২৫ অক্টোবর নিখোঁজ জেলেরা ট্রলার ডুবিতে পড়ে এক সময় ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনীর হাতে ধরা পড়ে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় ওই জেলেদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত সরকার।
/এমএন

