স্টাফ করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় রেল লাইনটি বাঁকা হয়ে যাওয়ার আট ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেকে যাওয়া জায়গার ওপর দিয়ে প্রতিটি ট্রেন চলবে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা ৪০ মিনিটে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন পারাপারের মধ্যে দিয়ে এই পথে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় রেল লাইন বাঁকা হওয়ার খবর পায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, তীব্র গরমে লাইনটি ফের বাঁকা হয়ে যাওয়ার খবর পাই সকাল সাড়ে ১০টার দিকে। এ সময় বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে একই স্থানের রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টার শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী আপলাইনটি দিয়ে ট্রেন চলাচল করে।
/এমএন

