Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে উচ্চ শব্দের জন্য অভিযোগ করায় গোটা পরিবারকে গুলি করে হত্যা

অভিযুক্ত ফ্রান্সিসকো ওরোপেজ।

আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ক্লিভল্যান্ডে শিশুসহ ৫ প্রতিবেশীকে হত্যার অভিযোগ উঠেছে ফ্রান্সিসকো ওরোপেজ (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি মেক্সিকান বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএন এর।

শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের নাগরিক। এদের মধ্যে দু’জন নারী ও একটি আট বছরের শিশু রয়েছে। সবাইকে ঘাড়ে ও মাথায় গুলি করা হয়।

পুলিশ বলছে, ওইদিন রাতে একটি সেমি অটোমেটিক রাইফেল নিয়ে অস্ত্র চালনার অনুশীলন করছিলেন ঐ ব্যক্তি। এ আওয়াজে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটছে এমন অভিযোগ করেন তার প্রতিবেশী। এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে বন্দুক নিয়ে প্রতিবেশীর বাড়িতে ঢুকে গুলি চালান ফ্রান্সিসকো।

এরই মধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। অবশ্য এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টায় চলছে।

এসজেড/

Exit mobile version