ইরাকে একজন মার্কিনীর উপস্থিতিও অনেক বেশি ক্ষতিকারক বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সম্প্রতি ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ ইরান সফরে গেলে এ কথা বলেন খামেনি। মিত্র দেশকে এ বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে। খবর রয়টার্সের।
গত অক্টোবরে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার ইরান সফরে গেলেন প্রেসিডেন্ট লতিফ। এসময় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি এবং স্পিকারের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
রাষ্ট্রীয় এ সাক্ষাতের সময় খামেনি বন্ধুরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলেন, মার্কিনীরা কখনওই ইরাকিদের বন্ধু ছিল না। এমনকি তারা বিশ্বের কারোর মিত্র হওয়ার যোগ্য নয়। ইউরোপীয় বন্ধুদের প্রতিও অনুগত নয় যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিতও দেন তিনি।
সম্প্রতি, পেন্টাগনের ফাঁস হওয়া নথি অনুসারে, ইউক্রেনের ওপরও নজরদারি করছে বাইডেন প্রশাসন। ধারণা করা হচ্ছে, সেদিকেই ইঙ্গিত করেছেন খামেনি। ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছেন। মূলত, আইএস এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে পরামর্শ এবং প্রশিক্ষণ দিতেই ইরাকে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র।
এসজেড/

