
অভিবাসনপ্রত্যাশীদের ঢলে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে পেরু-চিলি সীমান্তে। শনিবার (২৯ এপ্রিল) পেরুর নিরাপত্তা বাহিনীর সাথে আশ্রয়প্রার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিন বর্জ্য ফেলে পেরু-চিলি যোগাযোগ সড়ক অবরোধ করে রাখে আশ্রয়প্রার্থীরা। খবর সংবাদ সংস্থা এপির।
বেশ কিছুদিন ধরেই চিলির সীমান্তবর্তী এরিকা শহরে জড়ো হচ্ছে শত শত অভিবাসনপ্রার্থী। এদের বেশিরভাগ ভেনেজুয়েলার নাগরিক। মেক্সিকো বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পেয়ে দেশে ফিরতে চান অনেকে। তবে বৈধ কাগজপত্র না থাকায় ঢুকতে দিচ্ছে না পেরু কর্তৃপক্ষ।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
শুক্রবার প্রায় ২০০ সেনা মোতায়েন করা হয় অঞ্চলটিতে। চরমভাবাপন্ন আবহাওয়ায় মানবেতর দিন কাটছে অভিবাসন প্রত্যাশীদের। সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা।
এসজেড/



Leave a reply