Site icon Jamuna Television

পটুয়াখালীতে বরযাত্রীসহ ট্রলারডু‌বি; বরসহ ৩ লাশ উদ্ধার

ক‌রেসপ‌ন্ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর তেতু‌লিয়া নদী‌তে বরযাত্রীসহ ট্রলার ডু‌বি‌তে নিখোঁজ চারজ‌নের ম‌ধ্যে বরসহ তিনজ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। রোববার (৩০ এপ্রিল) সকা‌লে দশ‌মিনা উপ‌জেলার বদনার চর এলাকা থে‌কে পটুয়াখালী নৌ ফায়ার স্টেশ‌নের উদ্ধার কর্মীরা স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার ক‌রেন ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন স্টেশন অ‌ফিসার মো. রেজওয়ান।

নিহতরা হ‌লেন, বর রা‌ব্বি হাওলাদার, তার মা সে‌লিনা বেগম এবং রা‌ব্বির ৮ বছর বয়‌সী ফুফা‌তো বোন খা‌দিজা বেগম। এখনও ৭ বছর বয়‌সী মা‌রিয়া না‌মের এক শিশু নিখোঁজ আ‌ছে। তাকে উদ্ধা‌রের জন্য অ‌ভিযান অব্যাহত রে‌খে‌ছেন ব‌লেও রেজওয়ান জানান।

‌মো. জালাল না‌মের স্থানীয় এক ব্যক্তি বলেন, ফজ‌রের নামা‌জের পর রাস্তা দি‌য়ে হেঁটে যাওয়ার সময় নদীর কিনারা থে‌কে একটু দূরে বস্তার মত কিছু দেখ‌তে পাই। প‌রে নদীর পা‌ড়ে গি‌য়ে বিষয়‌টি আরও পরিস্কার হ‌লে ফায়ার সা‌র্ভিসের কর্মী‌দের জানানো হয়। সকাল সা‌ড়ে ৭টার দি‌কে আমরা ট্রলার নি‌য়ে নদী‌তে গি‌য়ে অর্ধগ‌লিত অবস্থায় প্রথ‌মে রা‌ব্বির লাশ দেখ‌তে পে‌য়ে তী‌রে নি‌য়ে আ‌সি। প্রায় আধাঘণ্টার ম‌ধ্যে রা‌ব্বির মা সে‌লিনার লাশও ভাসমান অবস্থায় কিছু দূরে দেখ‌তে পাই।

পটুয়াখালী নৌ ফায়ার স্টেশ‌নের স্টেশন অ‌ফিসার মো. রেজওয়ান বলেন, সকাল সা‌ড়ে ১০টার দি‌কে লতারচর নামক স্থান থে‌কে রা‌ব্বির ফুফা‌তো বোন খা‌দিজার লাশ‌টিও আমরা ভাসমান অবস্থায় উদ্ধার ক‌রি। তিন‌টি লাশই তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আমরা অপর নিখোঁজ শিশু মা‌রিয়ার সন্ধা‌নে কাজ শুরু ক‌রে‌ছি।

এটিএম/

Exit mobile version