Site icon Jamuna Television

ইতালিতে সেতু ধসে ২২ জনের মৃত্যু

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ায় ধসে পড়েছে একটি উড়াল সেতু। মঙ্গলবারের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ধ্বংসাবশেষে এখনও চলছে উদ্ধারকাজ। আশঙ্কা আছে হতাহতের সংখ্যা বাড়ার।

গণমাধ্যম বলছে, স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে, ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের মধ্যে ভেঙে পড়ে সেতুর একটি অংশ। প্রায় ৩২৮ ফুট উচু সেতুতে এসময় বেশ কিছু যানবাহন ছিল। সেতু ভেঙে পড়ায় নিচের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, ধ্বংস্তুপের নিচে অনেকে চাপা পড়ে আছে। ইতালি ও ফ্রান্সকে যুক্ত করা মহাসড়কে মোরান্ডি নামের এ সেতুটি উদ্বোধন হয় ১৯৬৭ সালে। ২০১৬ সালে সবশেষ এটির সংস্কার হয়েছিল।

Exit mobile version