Site icon Jamuna Television

চীনের বিরুদ্ধে ফিলিপাইনের জাহাজ তাড়া করার অভিযোগ যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে প্রায়ই ফিলিপাইনের জাহাজকে হয়রানি ও ধাওয়া করে ভয়ভীতি প্রদর্শন করে চীন। শনিবার (২৯ এপ্রিল) বেইজিংয়ের বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

এ ঘটনায় চীনকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে বাইডেন প্রশাসন। তারা জানায়, ফিলিপাইনের কোনো জাহাজ বা বিমানের ওপর আক্রমণ হলে তার জবাব দেবে ওয়াশিংটন। প্রতিরক্ষার ইস্যুতে দেশটিকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। একই সাথে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

এদিকে, জাহাজ তাড়া করা ইস্যুতে ম্যানিলাকে পাল্টা দোষারোপ করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে ফিলিপিনো জাহাজ। সম্প্রতি দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

আরও পড়ুন: ইরাকে একজন মার্কিনীর উপস্থিতিও অনেক ক্ষতিকর: মিত্র দেশকে খামেনি

/এমই/এমএন

Exit mobile version