মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি মোন্তাজ আলী বেপারী ওরফে মমতাজকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৯ এপ্রিল) রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১৯৭১ সালে হত্যা গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ চারটি অভিযোগ আনা হয় গাইবান্ধার মমতাজের বিরুদ্ধে। অপরাধ প্রমাণ হওয়ায় ২০১৯ সালে মমতাজসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ২০১৬ সাল পর্যন্ত তারা জামিনে ছিলেন। পরে মামলার বিচার কাজ শুরু হলে পালিয়ে যান।
/এমএন

