Site icon Jamuna Television

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে সিপিডির আহ্বান

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেবা পৌঁছে দেবার ক্ষেত্রে আরও নজরদারি প্রয়োজন বলে জানায় সংস্থাটি।

রোববার (৩০ এপ্রিল) সকালে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত সংলাপে এ তথ্য তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সিপিডি বলছে, চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সেবা যথাসময়ে পৌঁছে দেয়া বেশ চ্যালেঞ্জের ব্যাপার। এ বিষয়ে সরকারের মনোযোগ বাড়ানো প্রয়োজন। প্রান্তিক পর্যায়ে নানা ধরনের প্রণোদনা সেবা পৌঁছানোর বিষয়ে তদারকি বাড়ানো প্রয়োজন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে কিছু অসঙ্গিতর তথ্য। অনেক উপযুক্ত মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবারও অনুপুযুক্তরাও দীর্ঘ দিন ধরে সেবা নিচ্ছেন। এসব দূর করতে সেবা গ্রহীতাদের মাঝে সচেতনতা তৈরির তাগিদ দিচ্ছেন জনপ্রতিনিধি ও অর্থনীতিবিদরা।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ডিজিটাল পদ্ধতিতে সেবা বাড়ানো গেলে অনিয়ম দূর করা যাবে। আর আলোচকরা বলেন, দারিদ্র্য মুক্তির জন্যে এ ধরনের কর্মসূচি হওয়া উচিৎ। সেজন্য এসব কর্মসূচিতে বাড়তি বরাদ্দ প্রয়োজন।

/এমএন

Exit mobile version