Site icon Jamuna Television

রাজশাহীতে ছিনতাই করতে গিয়ে পুলিশ কনস্টেবল আটক

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর গোদাগাড়ীতে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন পুলিশের এক সদস্য। শনিবার (২৯ এপ্রিল) রাত ৯টার পরে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওই পুলিশ সদস্যের নাম আবু হেনা মোস্তফা কামাল। তিনি রাজশাহীর দামকুড়া থানায় কন্সটেবল হিসেবে কর্মরত।

মামলার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় গোদাগাড়ী উপজেলায় উপস্থিত হয়ে আবু হেনা মোস্তফা র‍্যাব পরিচয় দিয়ে এক যুবকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী যুবককে এলোপাতাড়ি মারপিট করলে তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে র‍্যাবকে খবর দিলে র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় অভিযুক্ত পুলিশ সদস্য স্বীকার করে সে র‍্যাবের সদস্য নয়।

রাজশাহী গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বুলবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

/এটিএম

Exit mobile version