Site icon Jamuna Television

অনুষ্ঠানের মান বেড়েছে, বিটিভি দেখুন: তারানা হালিম

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা গুজব ছড়ায় ও নারীর প্রতি সহিংসতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ সেল গঠন করার কথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, মাদকের কুফল সম্পর্কে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে। পার্বত্যাঞ্চলসহ সারা দেশে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও জানান তারানা হালিম। বলেন, সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান বেড়েছে দাবি করে দর্শকদের বিটিভি দেখার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।

Exit mobile version