Site icon Jamuna Television

কক্সবাজারে মাদক মামলায় ৯ জনকে ৭ বছর করে কারাদণ্ড

কক্সবাজারে মাদক মামলায় ট্রলারের মালিকসহ ৯ জনকে সাতবছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় দেন।

এ সময় ট্রলার মালিককে অর্ধ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাকি ৮ আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় মামলার সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি শহরের মাঝির ঘাট এলাকায় সুলতান আহমেদের ট্রলার থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রলারে থাকা ৮ জনকে আটক করে র‍্যাব। পরে তাদের দেয়া তথ্যমতে আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার হয়।

/এমএন

Exit mobile version