Site icon Jamuna Television

বাইডেন ‘ভবিষ্যৎহীন এক বুড়ো লোক’: কিম জং উনের বোন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘ভবিষ্যৎহীন এক বুড়ো লোক’ আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং। খবর মেট্রো‘র।

সম্প্রতি উত্তর কোরীয় সরকারের ইতি ঘটছে এমন মন্তব্যের জেরে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কিম ইয়ো জং বলেন, বাইডেনের মন্তব্যকে ভিমরতিতে থাকা এক মানুষের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য হিসেবে দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিতের মতো দায়িত্ব সামলানোর সক্ষমতা যার একেবারেই নেই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র ও সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে।

/এনএএস/এমএন

Exit mobile version