Site icon Jamuna Television

হলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নেয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে এক ছাত্রীকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার সহপাঠিরা। ছাত্রীর নাম শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলের দিকে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত আছে বলে যমুনা অনলাইনকে জানান প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী। বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে অবহিত আছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কী হবে সেটি জানা যাবে।

জানা গেছে, ইমি কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন উসকে দেয়ার অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। এছাড়া, ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সদস্য ছিলেন।

আপডেট: জিজ্ঞাসাবাদ শেষে রাতে শেখ তাসনিম আফরোজ ইমিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিয়েছে ডিবি পুলিশ। বর্তমানে তিনি এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version