Site icon Jamuna Television

এনএসআই পরিচয়ে ঘুষ নেয়ার অপরাধে প্রতারক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয় দিয়ে ঘুষ নেয়ার অপরাধে আতোয়ার রহমান নামে একজনকে গ্রেফতার করেছে এনএসআই ও পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতোয়ার রহমানের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর।

এ সময় তার কাছ থেকে ঘুষের ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার ভাড়া বাসা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ব্যাংকের চেকবই, নকল কর্মকর্তার (সরকারি কমিশনার কমিশনার ভূমি, সেটেলমেন্ট কর্মকর্তা) স্ট্যাম্প সিল, একাধিক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি জব্দ করা হয়।

পুলিশ জানায়, আতোয়ারের বিরুদ্ধে সরকারি চাকরিপ্রত্যাশীদের এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে ঘুষের টাকাও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় প্রতারিত এক ভুক্তভোগী মামলা দায়ের করেছে বলেও জানায় পুলিশ।

ইউএইচ/

Exit mobile version