মেক্সিকোয় পর্যটকবাহী একটি বাস গিরিখাদে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) স্থানীয় সময় ভোরে হওয়া ঐ দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।
এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে এই দুর্ঘটনা হয়। এসময় বাসটিতে ছিলেন অর্ধ-শতাধিক আরোহী।
সংশ্লিষ্টরা জানান, বেসরকারি প্রতিষ্ঠানের বাসটি পর্যটকদের সামুদ্রিক এলাকা জেলিসকোর দিকে নিয়ে যাচ্ছিল। এসময় অন্ধকারে নিয়ন্ত্রণ হারান চালাক। এতে বাস গড়িয়ে পড়ে অন্তত ৫০ ফুট গভীর গিরিখাদে।
এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। তাছাড়া স্থানীয় হাসপাতালে চিকিৎসারতদের মধ্যে রয়েছে ১১ শিশু। উদ্ধারকর্মীরা জানান, হতাহতরা সবাই মেক্সিকোর নাগরিক।
এসজেড/

