আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে বাংলাদেশ ক্রিকেট দল। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে টাইগারদের প্রথম বহর। আর দ্বিতীয়ভাগে আজ (১ মে) সকাল সোয়া ১০টায় যাত্রা করবে তামিমরা।
এ সফর নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন টাইগার ক্রিকেটার ইয়াসির রাব্বি। ইংল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ডকে এগিয়ে রাখলেন তিনি। বলেন, ইংল্যান্ডের আবহাওয়ায় আয়ারল্যান্ড ভালো দল। আল্লাহর রহমতে ওদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু আমরা যেহেতু ওদের ওখানে খেলতে যাচ্ছি, ওরা একটু এগিয়ে থাকবে। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সিরিজ জেতাটা…।
তিনদিনের কন্ডিশনিং ক্যাম্প করতে গত ২৬ এপ্রিল সিলেট পাড়ি জমায় টাইগাররা। সেখান থেকে ঢাকায় ফিরেছে দল। দুই বহরে ১১ জন করে মোট ২২ জন ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ লন্ডনে যাবেন। তবে আইপিএল থেকে ফেরা লিটন দাস মঙ্গলবার (২ মে) একা যাবেন। এছাড়া স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন তিনি।
এএআর/

