Site icon Jamuna Television

লোরিয়াঁর কাছে লজ্জার হার পিএসজির

ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুর্দশা কাটছে না তারকাবহুল দল পিএসজির। রোববার (৩০ এপ্রিল) রাতে পার্ক দ্য প্রিন্সেসে আরও একটি লজ্জার হারের স্বাদ নিলো মেসি-এমবাপ্পেরা। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লোরিয়াঁর কাছে ৩-১ গোলে হেরেছে গালতিয়ের শিষ্যরা। খবর মার্কা’র।

ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় এগিয়ে যায় সফরকারীরা। রোমা ফেভার ক্রসে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন এনজো লু ফি। অন্যদিকে ২০ মিনিটের মধ্যে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে আশরাফ হাকিমি মাঠ ছাড়ার পর খেই হারায় মেসি-এমবাপ্পেরা। যা থেকে আর বের হতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

২৯ মিনিটে গোলরক্ষকের ভুলে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। মিনিট দশেক পর লোরিয়াঁকে আবারও এগিয়ে দেন ডারলিন ইয়ংওয়া। আর খেলার শেষদিকে ডাইয়েংয়ের গোলে লিগ টপারদের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় সফরকারীদের।

২০২৩ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৯ ম্যাচে হারলো পিএসজি। তবে এ ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট মেসি-এমবাপ্পেদের। আর দুইয়ে থাকা মার্সেইর পয়েন্ট ৬৭।

এএআর/

Exit mobile version