সিরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কালো তালিকাভুক্ত আইএস নেতা আবু হুসেইন আল কুরায়েশিকে হত্যা করলো তুরস্কের সেনাবাহিনী। রোববার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ডয়েচে ভেলের।
এ বিষয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি’কে একটি বিশেষ সাক্ষাৎকার দেন এরদোগান। সেখানে তিনি জানান, শনিবার সীমান্তবর্তী জান্দারিস এলাকায় সামরিক অভিযান চলাকালে প্রাণ হারান আবু হুসেইন আল কুরায়েশি। তার মৃত্যু এবং পরিচয়ের তথ্য নিশ্চিত করেছে তুর্কি গোয়েন্দা বহর। গত বছরের নভেম্বরে পূর্বসূরীর মৃত্যুর পর শীর্ষ পদে স্থলাভিষিক্ত হন আবু হুসেইন আল কুরায়েশি। তার গতিবিধির ওপর কড়া নজর রাখছিলেন গোয়েন্দারা।
উল্লেখ্য, গেলো কয়েক বছর ধরেই সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে বেশ তৎপর তুরস্ক। ২০১৫ সালে সিরিয়া-ইরাকের বিশাল এলাকায় তথাকথিত খেলাফত ঘোষণা করে আইএস। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে অনেকটাই নিশ্চিহ্ন হয় সন্ত্রাসী গোষ্ঠীটির অস্তিত্ব। তবে এখনও সক্রিয় ৬ থেকে ১০ হাজারের মতো সদস্য।
এসজেড/

