Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তীব্র হচ্ছে শরণার্থী সংকট, জরুরি অবস্থা জারি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আরও তীব্র হয়েছে শরণার্থী সংকট। শরণার্থীদের ঢল ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে টেক্সাসের এল পাসো শহরে। খবর রয়টার্সের।

শহরটির পথে পথে ভিড় করেছে অভিবাসন প্রত্যাশীরা। মেয়র অস্কার লিজার জানান, আপাতত সাত দিনের জন্য কার্যকর হবে জরুরি অবস্থা। পরবর্তীতে ৩০ দিনের জন্য মেয়াদ বৃদ্ধির পরিকল্পনার কথাও বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দেন এল পাসো’র মেয়র।

রোববার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরও ১০ থেকে ১২ হাজার অভিবাসন প্রত্যাশী প্রবেশ করবে শহরটিতে। তাই আগে থেকেই নেয়া হচ্ছে প্রস্তুতি। অস্থায়ী আবাসের জন্য দুটি স্কুল ভবনকে প্রস্তুত রাখার কথা জানান তিনি। তবে বৈধ অনুমোদন ছাড়া কাউকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মেয়র।

এএআর/

Exit mobile version