Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনার অভয়াশ্রমে ইলিশ আহরণ শুরু

ছবি : সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা থাকার পর পদ্মা-মেঘনার অভয়াশ্রমে শুরু হয়েছে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ। রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে জেলেরা মাছ ধরা শুরু করেন।

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস শরীয়তপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ ছিল। সাধারণত জাজিরা থেকে গোসাইরহাট উপজেলা পর্যন্ত ৮০ কিলোমিটার নদীজুড়ে মাছ আহরণ করেন জেলেরা। এরমধ্যে ভেদরগঞ্জের ১৫ কিলোমিটার এবং নড়িয়ার ৫ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে।

জানা গেছে, অল্পসংখ্যক জেলে রাত থেকে মাছ ধরা শুরু করলেও অধিকাংশ জেলে এখনও নদীতে নামেননি। প্রস্তুতি নিচ্ছেন অনেকে। কেউ নৌকা ঠিক করছেন, কেউবা জাল।

জেলেদের দাবি, আগের তুলনায় নদীতে কম মাছ ধরা পড়ছে। শরীয়তপুর জেলায় মোট ২৫ হাজার ৫৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এদের মধ্যে ১৫ হাজার ৪৬৫টি জেলে পরিবার সরকার থেকে খাদ্য সহায়তা পান। তবে সরকারের এ সহায়তা অনেক জেলে পরিবার এখনো পান না বলে অভিযোগ করেছেন।

এএআর/

Exit mobile version