ভয়াবহ বন্যা-ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তানের বালুচিস্তান। রোববার (৩০ এপ্রিল) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। খবর পাকিস্তান অবজার্ভারের।
টানা ভারি বৃষ্টিতে বালুচিস্তানের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। খুজদার, লাসবেলা, কেচসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে বেশিরভাগ রাস্তায়। তলিয়ে গেছে বাড়িঘরও। এখনও উন্নতি হয়নি আবহাওয়া পরিস্থিতির।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বালুচিস্তান-সিন্ধু সংযোগকারী বড় দু’টি মহাসড়ক। বিকল্প রাস্তাও তলিয়ে থাকায় অনেক জায়গায় বন্ধ রয়েছে যান চলাচল। বিভিন্ন স্থানে দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।
এসজেড/

