ফ্রান্সের প্যারিসে অভিজাত অলঙ্কারের দোকানে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশটির স্বনামধন্য অলঙ্কার প্রতিষ্ঠান ‘বালগারি’র ফ্ল্যাগশিপ স্টোরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, দোকানটিতে ডাকাতের দল সশস্ত্র হামলা চালায়। খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। তবে তার আগেই বিপুল পরিমাণ মূল্যবান অলঙ্কার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকাতদের সন্ধানে চলছে তল্লাশি-অভিযান।
এর আগেও ২০২১ সালে ডাকাতির শিকার হয়েছিল চেইন শপটি। সেবার ১০ মিলিয়ন ইউরোর অলঙ্কার খোয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানটির। ওই ঘটনায় গুলিবিদ্ধ ও আটক হয়েছিল এক ডাকাত। ফ্রান্সের বিলাস পণ্য উৎপাদনকারী এলভিএমএইচ এর মালিকানাধীন প্রতিষ্ঠান বালগারি।
/এমএন

