রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জানিয়েছে, ওয়াসার ঠিকাদার কর্তৃক পানির পাইপ স্থাপনের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। আর তাতেই বিস্ফোরণের এ ঘটনা। তিতাস গ্যাসের জরুরি টিম দ্বারা ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে এখন।
সোমবার (১ মে) সকাল ৯টার দিকে ধুপখোলা বাজারে গ্যাস লাইনে বিস্ফোরণের এই ঘটনায় একই পরিবারের তিনজনসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছয়জন ভর্তি রয়েছেন।
ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৩৪ শতাংশ এবং বাকিদের ১০ শতাংশ পুড়ে গেছে। এরা কেউ-ই শঙ্কামুক্ত নন। তবে, চিকিৎসায় ভালো হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
/এমএন

