Site icon Jamuna Television

গাজীপুরে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ১৯

প্রতীকী ছবি।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে কটন ক্লাবের একটি কারখানায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় ১৯ জন দগ্ধ হয়েছেন। এদের বেশিরভাগের শরীর ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিট এবং ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধরা হলেন- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (৫০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মোহাম্মদ সোহেল (২৪) ও আলমগীর (৩০)।

এছাড়া ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন- তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ৮ জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এএআর/

Exit mobile version