ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজে কমতে যাচ্ছে ম্যাচের সংখ্যা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকবাজের খবর।
চলতি বছরে ক্রিকেটের ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আগামী জুন-জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন সেই সিরিজে তিন ওয়ানডের সাথে তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্ট ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। তবে অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় দুই টেস্ট থেকে কমতে যাচ্ছে একটি। ব্যস্ত শিডিউলের কারণে বিসিবি’র এই সিদ্ধান্তের কথা জানান জালাল ইউনুস।
রোববার (৩০ এপ্রিল) ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে জালাল ইউনুস বলেন, এই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি ঠিক আছে। টেস্ট দুইটা ছিল, একটা আমরা কমিয়ে দিয়েছি। কারণ আমাদের ব্যস্ত সূচি সামনে। পরে এটাকে আমরা কাভার করবো। কিন্তু আপাতত আমরা খেলছি না, একটা টেস্ট কম খেলছি।
/আরআআইএম

