ইকুয়েডরে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২৪ জনের, যাদের বেশির ভাগই ছিলেন কলম্বিয়ান। এতে আহত হয়েছেন ১৯ জন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে বেশ কিছু ভেনিজুয়েলান নাগরিকও ছিলো; কলম্বিয়ান পরিবহন কোম্পানির বাসটির চূড়ান্ত গন্তব্য ছিলো কুইতো।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি তবে অনুসন্ধান চলছে।
ধারণা করা হচ্ছে, দিক পরিবর্তন করতে না পেরে ছোট গাড়ীর সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ইকুয়েডরে বাসের দ্রুত গতি ও যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে।

