মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। গতকাল রোববার (৩০ এপ্রিল) ঘটনার পরই ডিএমটিসিএল কাফরুল থানায় অভিযোগটি দায়ের করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মেট্রোরেল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি নতুন, তাই এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অভিযোগটি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। মেট্রোরেল আইনে এ ঘটনার মামলাটি হবে বলেও জানান তিনি। এরইমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
রোববার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছুড়ে মারা হয়। এতে কোনো যাত্রী আঘাত না পেলেও জানালাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
/এমএন

