Site icon Jamuna Television

বাদ পড়েছেন সেরেনা, জয় পেলেন রজার ফেদেরার

সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন সেরেনা উইলিয়াম। তবে পুরুষ এককে প্রত্যাশিত জয় পেয়েছেন রজার ফেদেরার।

নারী এককে দ্বিতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হয় পেত্রা কেভিতোভার। প্রথম সেটে ৬-৩ গেমে সেরানাকে হারিয়ে দেন কেভিতোভা। তবে দ্বিতীয় সেটে ৬-২ গেমে জিতে ম্যাচে ঘুরে দাড়ান সেরেনা। তবে তৃতীয় সেটে আর পেরে ওঠেনি সেরেনা। আবারো ৬-৩ গেমে জিতে সেট ও ম্যাচ দুই জিতে নেন কেভিতোভা।

পুরুষ এককে ২০১৫ সালের পর এবারই প্রথম সিনসিনাটি ওপেনে কোর্টে নামেন রজার ফেদেরার। পিটার গোজেচেকের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফেডেক্সের হাতে। প্রথম সেটে ৬-৪ গেমে জয় তুলে নেন এই সুইজ তারকা। এরপর দ্বিতীয় সেটেও একই ব্যাবধানে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন ফেদেরার।

Exit mobile version