Site icon Jamuna Television

৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রদ্যুৎ কুমার সরকার , মাদারীপুর
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৯ ঘণ্টা সকল ফেরি বন্ধ থাকার পর আজ সকাল ৭ টা থেকে কেটাইপ ফেরি পারাপার আবারও শুরু হয়েছে। গরুবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী হালকা যানবাহন নিয়ে ৬/৭ টি কেটাইপ ফেরি ও ছোট ফেরি চলাচল করছে।

এখনো রো রো ও ডাম্ব ফেরি চলাচল বন্ধ রয়েছে। এরুটের ৩টি রো রো ফেরিসহ ৪টি ফেরি পাটুরিয়া রুটে স্থানান্তর করা হয়েছে। ঘাট এলাকায় সপ্তাহ খানেক ধরে আটকে রয়েছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরিতে অচলাবস্থার কারণে যাত্রী চাপ বেড়েছে লঞ্চ ও স্পীডবোটে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১০ টা থেকে সকল ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় ঘাটে গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

পদ্মায় তীব্র স্রোতের সাথে প্রচুর পরিমানে পলি আসায় নৌ রুট জুড়ে ডুবোচর সৃষ্টি হয়ে প্রায় ১ মাস ধরে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। বিকল্প চ্যানেল চালু করে ওয়ান ওয়ে পদ্ধতিতে ধারণক্ষমতার কম যানবাহন নিয়ে চলাচল করছে ফেরি।

এদিকে নাব্যতা সংকট নিরসনে নদীতে ৭ টি ড্রেজার দিয়ে খনন কার্যক্রম চললেও তীব্র স্রোতে খনন কাজ ব্যহত হচ্ছে।

Exit mobile version