সিরিয়ার আলেপ্পো এয়ারপোর্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এতে প্রাণ হারিয়েছেন এক সেনা সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। খবর আল জাজিরার।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা বলছে, মঙ্গলবার ভোরে উত্তরাঞ্চলীয় শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয় এ হামলা। তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটির। অবশ্য এ ব্যাপারে নিশ্চুপ নেতানিয়াহু প্রশাসন।
বিদেশি ত্রাণ সহযোগিতা পুরো দেশে বন্টনের জন্য ব্যবহৃত হয় আলেপ্পো এয়ারপোর্টটি। তবে একইদিন এই বিমানবন্দর ছাড়াও সিরিয়ার একটি সামরিক ঘাঁটি আর অস্ত্রাগারেও হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বহর, এমনটা জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
গত মার্চেও আলেপ্পো বিমানবন্দরে দু’দফা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দীর্ঘদিন বন্ধ ছিল বিমান চলাচল।
এসজেড/

