Site icon Jamuna Television

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক লুৎফুল নাহার লুনা (২১) নামে এক নেত্রীকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে ডিএমপির তদন্ত টিম ও বেলকুচি পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ক্ষিদ্র চাপড়ির চর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লুৎফুল নাহার লুনা গোপালগঞ্জ জেলার কাশিয়াানি উপজেলার আব্দুল কুদ্দুছের মেয়ে ও কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন।
বেলকুচি থানা পুলিশ  এবং ডিএমপির মামলার তদন্ত টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Exit mobile version