Site icon Jamuna Television

বাড়লো এলপি গ্যাসের দাম

ফাইল ছবি।

টানা দুই মাস দরপতনের পর বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

গত এপ্রিল মাসে এই দর ছিল ১১৭৮ টাকা আর মার্চে ছিল ১৪২২ টাকা। অন্যদিকে, অটোগ্যাস লিটার ৫৪.৯০ টাকা থেকে বাড়িয়ে ৫৭.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

/এম ই

Exit mobile version