Site icon Jamuna Television

ভোজ্যতেল এবং চিনির যৌক্তিক দাম বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ট্যারিফ কমিশন

ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে ভোজ্য তেল এবং চিনির যৌক্তিক দাম বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

বুধবার (৩ মে) বিকেলে কমিশনের কার্যালয়ে বৈঠকে দুই পণ্যের দাম নিয়ে আলোচনা হয়। বিপণন পর্যায়ে ভ্যাট সুবিধা প্রত্যাহার হওয়ায়, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৫ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় উৎপাদক সমিতি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বৈঠকে শুল্কায়ন, বিশ্ব বাজার পরিস্থিতি, অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বলা হয়, ডলারের উচ্চমূল্য তেল ও চিনির দাম বৃদ্ধির অন্যতম কারণ। দুই পণ্যের দাম প্রাথমিকভাবে ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ট্যারিফ কমিশন। দুই একদিনের মধ্যেই ঘোষণা করা হবে নতুন দাম।

ইউএইচ/

Exit mobile version